C Beck Ads

C Beck Adz

Sunday, April 29, 2012

Just Been Paid এর A-Z (চিত্র সহ)

যারা সাইটটি সম্পর্কে জানেন শুধুমাত্র তাদের জন্য এই পোষ্ট।
১. Reg পদ্ধতি
যারা জানেন না তারা দয়া করে গুগলের সহয়াতা নিন, আলেক্সা র‌্যাংকিং, পেজ র‌্যাংক দেখতে পারেন। এছাড়াও justbeen paid লিখে ইউটিউবে খুঁজলে প্রচুর ভিডিও পাওয়া যাবে, তাতে কিভাবে এই সাইট থেকে বেশি বেশি আর্ন করা যায় তার বিভিন্ন টিপস পাবেন। এছাড়াও বিভিন্ন রিভিউ ফোরাম ব্লগ সাইট তো থাকছেই।
চলুন কাজ শুরু করা যাক।
সাইটটিতে রেজিষ্ট্রেশনের জন্য প্রথমে এখানে ক্লিক করে করে সাইটে প্রবেশ করুন। স্ক্রল করে নিচের দিকে আসুন এবং Click Here And Join Free Now তে ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।
এখন যে নতুন পেজ খুলবে সেখানে আপনার নাম এবং ইমেইল লিখে Sign UP Me Now তে ক্লিক করুন।

চিত্রটি দেখুন।
এবার আপনার ইমেইল এ ভেরিফিকেশন লিংক যাবে
উক্ত লিংকে ক্লিক করলে নিচের চিত্রটির মত আসবে, সেখানে Proceed With my Registration এ ক্লিক করুন।
এবার নিচের চিত্রের মত একটি পেজ আসবে, সেখানে পাসওয়ার্ড দিন এবং Membership agreement এ টিক চিহ্ন দিয়ে Submit your contact information to proceed এ ক্লিক করুন।
এবার নিচের চিত্রের মত একটি পেজ আসবে, সেখানে MEMBER AREA তে ক্লিক করুন।
এবার আপনার Member ID, Password এবং Image code দিয়ে Log In এ ক্লিক করে লগইন করুন। ( Member ID, Password আপনার ইমেইল এ পাঠানো হবে। ভুলে গেলে ইমেইল চেক করুন। )
ব্যস রেজিষ্ট্রেশন হয়ে গেল।
সরাসরি হোম পেজ থেকে লগইন করার জন্য হোম পেজের সবার নিচে দেখুন Existing members log in here এ ক্লিক করে লগইন করুন।
২.এবার আমরা দেখব কিভাবে ফ্রী ১০ ডলার নিতে হয়
উল্লেখ্য এখানে যে ফ্রী ১০ ডলার পাওয়া যাবে তা অন্যন্য কম্পানির মতই উত্তলোন করা যাবে না। শুধু মাত্র উক্ত ১০ ডলার দিয়ে পজিশন বা শেয়ার ক্রয় করে যে প্রফিট হবে তা উত্তলোন করা যাবে।
যা হোক ফ্রী ১০ ডলার নেওয়ার জন্য লগইন করে প্রথম পাতার বাম দিকে Jss Tripler এ ক্লিক করুন।
চিত্র লক্ষ করুন।
Jss Tripler এ ক্লিক করার পর যে পেজটি আসবে তার ডান পাশে Membership Agreement এ টিক চিহ্ন দিয়ে নিচে Submit your contact information to proceed এ ক্লিক করুন।
তাহলে নিচের চিত্রটির মত এই লেখা দেখতে পাবেন Congratulations ! You have just received your first $10 to spend in jss-Tripler * আপনি ১০ ডলার বোনাস পেয়ে গেলেন
এবার Enter the jss -Tripler Member Area তে ক্লিক করুন।
Enter the jss -Tripler Member Area তে ক্লিক করার পর আমরা নিচের চিত্রের মত ৪ টি অপশন দেখতে পাবো ৪ নং অপশনে ১০ ডলার Available দেখতে পাবো।
এবার ১ নং অপশন Access JSS Account এ ক্লিক করুন।
আরও একবার Membership Agreement এ টিক চিহ্ন দিয়ে Submit your Contact Information to proceed এ ক্লিক করুন।
Return to the Jss-Tripler Member Area তে ক্লিক করুন।
৩.এবার আমরা যে ১০ ডলার বোনাস পেলাম তা দিয়ে একটা পজিশন বা শেয়ার ক্রয় করব।
উল্লেখ্য এক একটি পজিশনের দাম ১০ ডলার। সাইটটি একটু ঘাঁটাঘাটি করলেই বিস্তারিত বুঝতে পারবেন।

Return to the Jss-Tripler Member Area তে ক্লিক করেছেন? তাহলে নিচের চিত্রের মত পেজ আসবে । সেখান থেকে ৪ নং অপশন Buy Jss- Tripler Positions এ ক্লিক করুন।
এবার যে পেজটি আসবে সেখানে আমরা কয়টি শেয়ার ক্রয় করব তা লিখব। যেহেতু এক একটি শেয়ারের দাম ১০ ডলার আর আমাদের একাউন্টে আছেই কেবল ১০ ডলার সুতরাং খালি বক্সে ১ লিখে Proceed with my order এ ক্লিক করতে হবে।
Yes,Confirm MY purchase এ ক্লিক করুন।
শেয়ার ক্রয় করা হয়ে গেল
এখন থেকে প্রতিদিন ২০ সেন্ট করে একাউন্টে জমা হতে থাকবে>>>>>>>>>>
শেয়ার তো ক্রয় করা হল কিন্তু আমাদের প্রতিদিনের আর্নিং হিস্টোরী দেখব কিভাবে.?
এ জন্য প্রথমে সাইটটিতে লগইন করুন। তারপর বাম পাশে হোম এর নিচে Jss Tripler এ ক্লিক করুন।
তার পর Enter the jss-Tripler Member Area তে ক্লিক করুন।
এখন আমরা jss-Tripler Member Area তে আছি। এখন উপরে হোমের ডান পাশে Financial এ ক্লিক করুন
Financial এ ক্লিক করে নিচের দিকে আসুন। এখানে আমাদের একাউন্টের হিস্টোরী দেখতে পাব। নিচের চিত্রটি লক্ষ্য করুন সবার নিচের Pay It Forward Funding from System ১০ ডলার, এটা আমরা বোনাস পেয়েছিলাম। তার উপরে দেখুন ১০ ডলার মাইনাস হয়ে আছে Payment for New Position(s) $ -10.00
মাইনাস মানে হচ্ছে ,আমরা যে ১ টি পজিশন ক্রয় করেছিলাম তার জন্য ১০ ডলার কেটে নিয়েছে। ১ টি পজিশন ক্রয় করার ফলে উপরের দিকে দেখুন আমাদের প্রতিদিন ২০ সেন্ট করে আর্নিং হচ্ছে
কি ঝামেলা মনে হচ্ছে? নিচের চিত্রটি দেখুন পানির মত সব বুঝে যাবেন।

 ৪.আর্নিং তো হচ্ছে এটা কিভাবে আরো বাড়ানো যায়? 
 
২০ সেন্ট করে জমা হতে হতে যখন আপনার একাউন্টে ১০ ডলার জমা হবে উক্ত ডলার দিয়ে আরো একটা পজিশন ক্রয় করবেন। তাহলে মোট ২ টা পজিশন বা শেয়ার ক্রয় করা হবে। এবং প্রতিদিন ৪০ সেন্ট করে আর্নিং হবে এভাবে আস্তে আস্তে শেয়ারের সংখ্যা বাড়াতে হবে ১০ টা পজিশন ক্রয় করা হলে প্রতিদিন ১ ডলার করে আর্ন হবে। উল্লেখ্য একটি শেয়ার বা পজিশনের মেয়াদ ৭৫ দিন।
এভাবে যত বেশি পজিশন ক্রয় করা যাবে তত বেশি আর্ন হবে
নিচের চিত্রটি দেখুন, প্রতিদিন ১ডলার ৪০ সেন্ট করে আর্ন হচ্ছে Without any investment
আর্নিং আরো বাড়ানোর জন্য মেম্বারশিপ আপগ্রেড, ম্যাট্রিক্স ক্রয়, সাইকেল ইত্যাদি করার জন্য বলা হয়ে থাকে। আমি মনে করি ওগুলা কিচ্ছু করার দরকার নেই বেশি লোভ করা ভাল না।
আর্নিং যদি বাড়াতেই মন চায় তাহলে শুধু পজিশনের সংখ্যা বাড়াতে থাকুন আর কিছু না করাই ভাল।
এখন প্রশ্ন ফ্রী ডলার দিয়ে তো দ্রুত পজিশন বাড়ানো যাবে না। দ্রুত পজিশন বাড়াতে হলে অবশ্যই আপনাকে ডলার ডিপোজিট করে বেশি করে পজিশন ক্রয় করতে হবে।
সবচেয়ে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে, এধরনের সাইটে সর্বোচ্চ কত ডলার ডিপোজিট নিরাপদ??????
এই প্রশ্নের উত্তরে না মুনির না না মত রয়েছে । তবে আমার মত হচ্ছে ,আপনার রিস্ক লেভেল যতটুকু ঠিক তটটুকুই বা তার কম ডলার ডিপোজিট করতে পারেন। সবার জন্য ডলার সমান না।
যেমন কারো কাছে ১০০ ডলার যা অন্য কারো কাছে ১০০০ ডলারই তাই । আশা করি বুঝতে পেরেছেন।
আর একটি কথা, আর তা হচ্ছে বেশি লোভ না করে প্রতিদিন যে আর্নিং হবে তার অর্ধেক তুলে ফেলা এবং বাকি অর্ধেক দিয়ে শেয়ার ক্রয় কারাই বুদ্ধিমানের কাজ হবে। এবং শুধু মাত্র শেয়ার বা পজিশন ক্রয় কারা ছাড়া কম্পনির অন্য কোন অফার (যেমন, মেম্বারশীপ আপগ্রেড,ম্যাট্রিক্স ইত্যাদি ) গ্রহন না করা।
উদাহারন হিসেবে বলছি ,ধরুন ১০০০ ডলার দিয়ে ১০০ টি পজিশন ক্রয় করলেন। তাহলে প্রতিদিন ২০ ডলার করে আর্নিং হবে এখান থেকে যদি ১০ ডলার দিয়ে ১ টি করে পজিশন বাড়াতে থাকেন এবং বাকি ১০ ডলার তুলে ফেলতে থাকেন তাহলে ৩ মাসেই মুল ইনভেস্টেমেন্ট তুলে ফেলা সম্ভব ।
তারপর থেকে যে আর্নিং হবে তাই আপনার জন্য প্লাস পয়েন্ট।
আপদত আমার কছে এটাই ভাল পদ্ধতি মনে হয়েছে।
ঘাঁটা ঘাটি করে বুদ্ধি খাঁটিয়ে আপনি হয়ত আরো সহজ কোন পদ্ধতি বের করে ফেলতে পারেন।
আমি শুধু একটা কথাই বলব Search, read, learn and upgrade your knowledge then apply your own knowledge that you learned. own experience is the best experience 

৫.এখন যারা ডিপোজিট করে আর্নিং বাড়াতে চান এখন তাদের ইনভেস্ট পদ্ধতি নিম্নে বর্ননা করছি 

একটা ভয়াবহ গুরুত্বপুর্ণ কথা, অনলাইনে ইনভেষ্ট সবসময়ই রিস্কি .. তা ফরেক্স ই হোক আর আন্য যে কোন সাইটই হোক.. নতুনদের জন্য ফরেক্স তো আরও ভয়াবহ. ৫০০ ডলার ৫ দিন টিকিয়ে রাখতে পরে কি না সন্দেহ। যা হোক ফরেক্স নিয়ে আজ না অন্যদিন লিখব,
আজ দেখব কিভাবে Just Been Paid এ ডিপোজিট করতে হয়।
অবশ্যই নিজ দ্বায়িত্বে ডিপোজিট করবেন। প্রফিট হলে আপনারই হবে, আর লস হলে দোষ চাপিয়ে দিবেন অন্যের ঘারে তেমনটি করা চলবে না।
আর কথা নয় এখন সারাসরি ডিপোজিটে যাবো।
প্রথমে সাইটে লগইন করুন, লগইন করার পর বাম পাশে হোম এর নিচে Jss Tripler এ ক্লিক করুন।
এবার যে নতুন পেজ খুলবে সেখানে Enter The Jss Tripler Member Area তে ক্লিক করুন।
ঠিক নিচের চিত্রটির মত।
এখন আমরা Jss Tripler Member Area তে আছি, এই পেজের মাঝ খানে বাম দিকে দেখুন তিনটি অপশন আছে
1. Fund Jss Account
2. Transfer Fund From Jss Account To Jss Tripler Account
3.Buy Jss Tripler Positions

ডিপোজিট করার জন্য আমরা প্রথম অপশন Fund Jss Account এ ক্লিক করব।
নিচের চিত্র লক্ষ করুন।
এর পর যে পেজটি খুলবে সেখানে কত ডলার ডিপোজিট করতে চাই তা লিখে Process To Fund MY account এ ক্লিক করতে হবে।
ঠিক নিচের চিত্রটির মত
এবার যে পেজটি আসবে সেখানে ডিপোজিট করার জন্য তিনটি পেমেন্ট পদ্ধতি দেখা যাবে।
1.Alertpay (এই পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন )
2. Solid Trust Pay
3. Liberty Reserve (এই পেমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন  )

এখন যে পদ্ধতির মাধ্যমে ডিপোজিট করতে চাই উক্ত পদ্ধতির ব্যনারে ক্লিক করতে হবে।
নিচের চিত্রটি দেখুন।

এবার আপনার পেমেন্ট পদ্ধতির সাইটে প্রবেশ করুন। সেখানে লগিন করে পিন নাম্বার, মাস্টার কি ইত্যাদি দিয়ে confirm বাটনে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন।
ডিপোজিট করা শেষ, পেজটা বন্ধ করে দিন।
এখানে ডিপোজিট করার মাধ্যমে আপনার Jss Account এ ডলার জমা হল, এখানের ডলার দিয়ে আপনি শেয়ার বা পজিশন ক্রয় করতে পারবেন না। এজন্য Jss Account থেকে Jss Tripler Account এ উক্ত ডলার ট্রান্সফার করতে হবে।
এখন ডলার ট্রান্সফার করার জন্য দুই নং অপশন Transfer funds from JSS account to JSS-Tripler account এ ক্লিক করুন।
নিচের চিত্রের মত
এবার যে নতুন পেজ খুলবে সেখানে দেখুন Funds Available in Your Main JSS Account: $ 10.00 এরকম লেখা ( এখানে ১০ ডলার লেখা আছে , আপনি যত ডলার ডিপোজিট করবেন তত ডলার লেখা থাকবে) থাকবে এবং এর ডান পাশে Amount in U.S. Dollars: এর নিচে ডলারের সংখ্যা বসান। যত ডলার ডিপোজিট করেছেন তত ডলার বসিয়ে তার নিচে Transfer from main JSS Account এ ক্লিক করুন।
চিত্রটি দেখুন।
সবশেষে Fund My jss Tripler Account এ ক্লিক করে কনফার্ম করুন।
কনফার্ম হয়ে গেলে এই লেখাটি আসবে
Your Funding Payment was successful!
You will also receive an E-mail,
confirming your payment.
Please Close this Window
পেজটি বন্ধ করে দিন।
এবার আপনার একাউন্টে লগ আউট করে লগইন করুন দেখুন আপনার jss Tripler Account একাউন্টে যত ডলার ডিপোজিট করেছিলেন তত ডলার জমা হয়েছে।
এখন উক্ত ডলার দিয়ে পজিশন বা শেয়ার ক্রয় করুন।
কিভাবে শেয়ার বা পজিশন ক্রয় করতে হয় তা ( ৩.এবার আমরা যে ১০ ডলার বোনাস পেলাম তা দিয়ে একটা পজিশন বা শেয়ার ক্রয় করব।) উক্ত লেখার নিচেই বিস্তারিত দেয়া আছে।


৬.রেফারেল বাড়িয়ে ইনকাম  বাড়ানো (Without Invest)
এখানে রেফারেল বাড়িয়ে ইনকাম বাড়ানোর সুযোগ রয়েছে । আপনি মার্কেটিং করে অনেক টাকা আর্ন করতে পারেন । আপনি আপনার প্রতি ডাইরেক্ট রেফারেল এর প্রতি পজিশন ক্রয় থেকে ১০% মানে $1 এবং আপনার রেফারেল এর রেফারেল এর প্রতি পজিশন ক্রয় থেকে ৫% মানে $.50 পাবেন । (তবে এই কমিশন দ্বিতীয় পজিশন ক্রয় থেকে প্রদান করা হবে )


এবার বলি কিভাবে আপনার রেফারেল দিয়ে রেজিঃ করাবেন 


প্রথমে JSS-Tripler Member Area তে ক্লিক করে Position এ ক্লিক করুন 

 তারপর মাঝের দিকে Your Promotion URL এ ক্লিক করুন এবং যে নতুন পেজ ওপেন হবে ঐ পেজ এর Url ই আপনার রেফারেল লিংক । এই লিংক দিয়ে কেউ রেজিঃ করলে তা আপনার রেফারেল এ রেজিঃ হবে এবং তার পজিশন ক্রয় থেকে আপনি কমিশন পাবেন ।















৭. সব শেষ টাকা উত্তোলন পদ্ধতি 
আপনার একাউন্টে ২০ ডলার জমা হলেই ডলার উত্তলোন করতে পারবেন।
পে-আউট করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে তা হল আপনার পেমেন্ট একাউন্ট এ্যড করতে হবে।
এজন্য প্রথমে সাইটটিতে লগইন করুন, তারপর Profile এ ক্লিক করুন।
একটু নিচের দিকে আসুন এবং Manage your payment processors এ ক্লিক করুন।
এবার যে পেজটি আসবে সেখানে আপনি কোন একাউন্টে ডলার পে-আউট করতে চান তা লিখে সাবমিট করুন।
আপনার ইমেইল এ একটি ভেরিফিকেশন লিংক যাবে উক্ত লিংকে অবশ্যই ক্লিক করে ভেরিফাই করতে হবে।
শুধু এ্যালার্ট পের জন্য এলার্টপের ইমেইল এ ভরিফিকেশন লিংক যাবে। অন্যগুলোর ক্ষেত্রে আপনার justbeen paid এর ইমেইল এ ভেরিফিকেশন লিংক যাবে
প্রতিবার পে-আউট করার সময় payment processors এ্যড করার দরকার নেই একবার এ্যড করলেই হবে।
গুড payment processors এ্যড করা হলো এবার আমরা সরাসরি পে-আউট করবো।
এজন্য প্রথমে সাইটিতে লগইন করুন, তার পর বাম পাশে হোম এর নিচে Jss Tripler এ ক্লিক করুন, তারপর Enter The Jss Tripler Member Area তে ক্লিক করুন।
উপরে হোম এর ডান পাশে Financial এ ক্লিক করুন
স্ক্রল করে করে নিচের দিকে আসুন যেখানে আপনার প্রতিদিনের আর্নিং হিস্টোরী দেখা যাচ্ছে ঠিক তার উপরে Proceed to Transfer Funds এ ক্লিক করুন।


এবার Start My withdrawal Request এ ক্লিক করুন

এবার যত ডলার পে-আউট করতে চান তা লিখে সাবমিট করুন।
(অবশ্যই ২০ ডলার বা তার বেশি হতে হবে এবং শুধু মাত্র ডলারের সংখ্যা লিখতে হবে . কোন ভাংতি পয়সা বা সেন্ট লিখা যাবে না চিত্রে দেখুন একাউন্টে ২০ ডলার ৯০ সেন্ট আছে কিন্তু আমি শুধু মাত্র ২০ ডলার লিখেছি। )

সাবমিট এ ক্লিক করার পর Yes, Process this Transfer এ ক্লিক করুন
সব কিছু ঠিক থাকলে এই লেখাটি আসবে।
Your Withdrawal is Completed
Your money has been transferred to your Main JSS Account.
Close Window to return to the Member Area.

কাজ কিন্তু শেষ হয় নাই :P শুধু মাত্র একটা ধাপ শেষ হল মাত্র X(

এবার আমরা চুরান্ত তথা শেষ ধাপে যাব :D
এবার ডানদিকের সকল পেজ বন্ধ করে দিয়ে একেবারে প্রথম পেজে চলে আসুন। অথবা লগ আউট করে আবার লগইন করুন।
এবার একেবারে প্রথম পেজ এর ডান দিকে JSS Details এ ক্লিক করুন।
এবার নিচের দিকে স্ক্রল করতে করতে আঙুল ব্যাথা করতে থাকুন। আঙুল একটু ব্যাথা হলে একটু থামুন এবং দেখুন নিচের চিত্রের মত
এই নামে JSS-Warp,, JSS-Booster,, JBP's Synergy Surf (JSS) এবং JSSTest-DriveSystem (TDS) ৪ টি বক্স আছে এবং প্রত্যেকটি বক্সের নিচে Click Here লেখা আছে,
এখান থেকে ৩ নাম্বার বক্স JBP's Synergy Surf (JSS) এর নিচে Click Here এ ক্লিক করুন।
এবার Enter theJSS Member Area তে ক্লিক করুন
এবার Admin এর ডান পাশে Financial এ ক্লিক করুন
স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন এবং Request Withdrawal of Funds এ ক্লিক করুন।
নিচের দিকে আসুন এখানে আপনি যে পেমেন্ট একাউন্টে ডলার উত্তলোন করতে চান তা সিলেক্ট করে Start Withdrawal Request এ ক্লিক করুন।
এবার ডলারের সংখ্যা বসিয়ে সাবমিট করুন।
অবশ্যই কোন খুচরা সংখ্যা বসানো যাবে না যেমন ২২.২০
চিত্রে দেখুন ঠিক ২২ ডলার পে-আউট করা হচ্ছে।
সবশেষে Yes, Process MY withdrawal এ ক্লিক করে কনফার্ম করুন।
সবকিছু ঠিকঠাক মত হয়ে গলে নিন্মোক্ত লেখাটি আসবে
Your Withdrawal is In Progress
Your withdrawal has been added to the queue of outgoing payments.
You can expect a payment within 24-36 hours.
We will e-mail you with our progress quickly.
Close Window to return to the Member Area
সেই সাথে আপনাকে একটা মেইল ও পঠানো হবে।
২৪ থেকে ৩৬ ঘন্টা পর আপনি পেমেন্ট পেয়ে যাবেন।






































9 comments:

  1. Chamatkar guide. Thanks for sharing.
    http://mathema-tricks.blogspot.com/

    ReplyDelete
  2. nice job bro. thaks for sharing.
    do you want earn by online .
    visit my sites
    http://mamunforexlancer.blogspot.com
    http://mmizi-news.blogspot.com/

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. 1.Log in Main website
    2.Click JSS Tripler
    3.Click Positions
    4.You will see a box with writting
    ""Make More Money!

    You don't have to sponsor anyone to make money with JSS-Tripler, however, you can earn MUCH MORE MONEY by telling others about JSS-Tripler!"""

    There a link olso show that is your promotion link.


    You can earn by your downworker when they buy a share(Without bonus share) . When the downworker make $10 profit and buy a share or make deposit and buy a share you will get comission.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. VALO....................KINTU.................EARN korte hole to 10$ dieye acc kultei hobe......free te korar kano chang nei......jehetu 20$ er niche payout hoy na.....r 10$ er acc meyad 75 din x 0.20 cent= 15$................so no free acc payout...

    but,,apnar tune ta khub shundor hoise...amar mone hoy ato vejal acc dekhi ni,r ato bojhanor mato tuno-o dekhi ni...........TNX........

    ReplyDelete
  7. But when you earn $10 by free bonus , you can buy another share . Then you have two share . By two share you can earn $30

    ReplyDelete
  8. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমার নাম অনুপ, ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন।

    এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ। আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete
  9. Hack Netflix account. now use Neflix account free for always.click to follow simple steps
    Guaranteed Success.
    Hack Netflix Account

    ReplyDelete